| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল আগামী নির্বাচন নিরপেক্ষ  সরকারের অধীনে দিতে হবে : মাওলানা নুরপুরী


আগামী নির্বাচন নিরপেক্ষ  সরকারের অধীনে দিতে হবে : মাওলানা নুরপুরী


রহমত নিউজ     09 September, 2023     10:56 PM    


বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস মাওলানা ইসমাঈল নুরপুরী নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তি ও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধের দাবীতে আগামী ৭ অক্টোবর ঢাকার বায়তুল মোকাররম উত্তর গেইটের রাস্তায় মহাসমাবেশ সফল করার জন্য দলের নেতা কর্মী ও দেশবসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, এ সরকারের উপর দেশের মানুষের আস্থা নেই। মানুষ এ সরকারকে বিশ্বাস করতে পারছে না। এ সরকারের অধীনে বিগত দিনের অনুষ্ঠিত নির্বাচনগুলোতে সরকার নিরপেক্ষতার কোনো নজির স্থাপন করতে পারেনি। দলীয় সরকারের অধীনে যে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় না তা ২০১৮ তে দেশের মানুষ দেখেছে। অতএব আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে দিতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হককে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে দ্বীর্ঘ দুই বছরের অধিক সময়ে কারাগারে বন্দী রেখেছে। এতে দেশ ও জাতির ক্ষতি হচ্ছে। মাওলানা মামুনুল হক সহ কারাবন্দী আলেমদের দ্রুত মুক্তি দিন অন্যথায় দেশের মানুষ রাজপথে নামতে বাধ্য হবে এবং মুক্তির আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হবে।

আজ (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয়  নির্বাহী পরিষদের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমীর মুফতি সাঈদ নূর, যুগ্ম-মহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা আবু সাঈদ নোমান, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, নির্বাহী সদস্য মুহাম্মদ সাহাবুদ্দীন,  মাওলানা রুহুল আমীন খান, মাওলানা সাব্বির আহমদ উসমানী,  ঢাকা মহানগর দক্ষিণ এর সাধারণ সম্পাদক মাওলানা ছানাউল্লাহ আমিনী প্রমুখ।